• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

`ঢাকা-মার্কিন সম্পর্ক আরো শক্তিশালী করতে ডোনাল্ড লু’র সফর`     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

`ঢাকা-মার্কিন সম্পর্ক আরো শক্তিশালী করতে ডোনাল্ড লু’র সফর'              
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অবস্থা কিছু কিছু বিষয়ে একই। সেসব বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় দুই পক্ষই সন্তুষ্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চান, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা-ই চাই।

তিনি আরো বলেন, র‍্যাব এখন অনেক পরিণত। র‍্যাবে জবাবদিহিতা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু গত ১৪- ১৫ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।