• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গবন্ধু দেশ ও জনগণের জন্য আন্দোলন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

বঙ্গবন্ধু দেশ ও জনগণের জন্য আন্দোলন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী              
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রনেতা থাকাকালেই শেখ মুজিবুর রহমান নানা সময় আন্দোলন করতে করতে বঙ্গবন্ধুতে রূপান্তর হয়েছেন। দেশের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্যই আন্দোলন করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কথা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না। আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন বঙ্গবন্ধুর পরামর্শ নেয়ার সুযোগ হয়েছিল। তাকে দেখার সুযোগ হয়েছিল। তার কালজয়ী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার সৌভাগ্য হয়েছিল।

তিনি আরো বলেন, ১০ জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন- সেই সময় এ দেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ সোনার বাংলা হিসেবে গড়ে ওঠে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি দেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়াই। আমি দেখেছি শেখ হাসিনাকে দেশের প্রতিটা মানুষ ভালোবাসে। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশ এগিয়ে যাবে। সামনের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবেন, শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ থাকবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া প্রমুখ।