• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিধিমালা জারি করেছে সরকার: পরিবেশমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমানে বায়ু দূষণ বাংলাদেশের একটি অন্যতম পরিবেশগত সমস্যা। সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ জারি করেছে। এই বিধিমালা বাস্তবায়নসহ দূষণ রোধে পরিবেশ অধিদফতর কাজ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণের কারণে দেশে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তবে বায়ুদূষণের কারণে বজ্রপাত বৃদ্ধি পাওয়া সংক্রান্ত কোনো গবেষণালব্ধ ফলাফল এখনও পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, বৈজ্ঞানিকভাবে এটা প্রতিষ্ঠিত যে, বায়ুদূষণের সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক রয়েছে এবং নির্গত কিছু গ্যাস এ তাপমাত্রার জন্য দায়ী।