• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর হবে ছাত্রলীগ: শিক্ষামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্রলীগ যেকোনো সঙ্কটে মানুষের পাশে দাঁড়ায়। করোনার সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়। দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পৌর ছাত্রলীগ আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র যন্ত্রের ব্যবহার নয়- যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তাকে ব্যবহার করে কীভাবে জীবন, পরিবারের, সমাজের, দেশের আরো উন্নয়ন করতে হবে। নতুন কিছু উদ্ভাবন করতে হবে। এসব নিয়ে যিনি চিন্তা করেন তিনিই স্মার্ট মানুষ। আমাদের সবাইকে স্মার্ট হতে হবে, তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, আমরা সৎ, দক্ষ, মানবিক, অসম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাদের মধ্যে আছে, তারাই স্মার্ট। সেই মানুষ তৈরি করবে ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ শেখ হাসিনাকে নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলেই ছাত্রলীগ হবে স্মার্ট বাংলাদেশ তৈরির স্মার্ট কারিগর।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।