• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: পাটমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: পাটমন্ত্রী                          
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষক‌দের বেতন ভাতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। 

গতকাল বৃহস্প‌তিবার বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৫১তম বাংলা‌দেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কা‌রিগ‌রি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠান হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকা‌রের আম‌লে দে‌শের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনামূ‌ল্যে নতুন বই দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা জাতির মূল শক্তি এবং শিক্ষকরা অন্ধকারে আলোর দিশারি। তারা জাতি বিনির্মাণের কারিগর। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে ও শিক্ষকদের মর্যাদার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। এজন্য তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল এখন রাষ্ট্র পাচ্ছে। তাই উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত কর‌তে হ‌বে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহ‌মেদ, উপ‌জেলা সহকারী মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।