• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

‘শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ’                     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

                 
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমাদের উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে প্রাণিসম্পদের ওপর প্রধানমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি একের পর এক বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।


সরকারি আদিতমারী জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র সরকার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন, ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন।