• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে দেখতে চেয়েছিল তারা এখন দেখছে বাংলাদেশে উপচে পড়া ঝুড়ি। যারা মনে করেছিল, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, তারা এখন দেখছে অপরাধ করলে প্রধানমন্ত্রীরও ক্ষমা নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ বিরল উপজেলা শাখা আয়োজিত যৌথ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের ৭ ধারায় সংযোজন করা হয়েছে, যদি কোনো অসাংবিধানিক সরকার বাংলাদেশে সরকার গঠনের চেষ্টা করে তার বিরুদ্ধে ক্যাপিটেল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড তার জন্য অনিবার্য।

তিনি বলেন, ১৯৭১ সালে যারা অপরাধ করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জিয়াউর রহমান যাদেরকে আইন দিয়ে রক্ষা করতে পারেননি, দালাল আইন বাতিল করে রক্ষা করতে পারেননি। আমরা ৭১ এর হত্যাকারীদের বিচার করেছি। আগামীদিনে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকেও বাংলার মাটিতে বাংলার জনগণ বিচার করবে।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার  সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা।