• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

বিজ্ঞানভিত্তিক তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিআইডি প্রধান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, অপরাধীদের নতুন নতুন কৌশল মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই। বিজ্ঞানভিত্তিক তদন্তের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ও সাইবার ইন্টেলিজেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিআইডি প্রধান বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে অপরাধীরা যতই নতুন নতুন কৌশল গ্রহণ করুক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সিআইডির ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ, সিআইডির এসএসপি এ কে এম এমরান ভূঞা প্রমুখ।