• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নাইকো মামলা: ঘুষ লেন-দেনের প্রমাণ পেয়েছে এফবিঅাই

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

নাইকোর আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করতে গিয়ে বাংলাদেশে ঘুষ দেওয়ার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরা অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও কানাডার রয়াল মাউন্ডেড পুলিশ।

বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
 
মাহবুবে আলম বলেন, ‘বিএনপি সরকারের আমলে নাইকো নানারকম অসৎ পন্থা অবলম্বন করে তৎকালীন কিছু ক্ষমতাসীন ব্যক্তি বিশেষ করে হাওয়া ভবনকে প্রভাবিত করে ছাতক গ্যাস ফিল্ড গ্রহণ করে। এটাকে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে লিজ দেওয়া হয়। কিন্তু এটা পরিত্যক্ত ছিল না। ঘুষের বিনিময়ে ওই গ্যাস ফিল্ড লিজ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, কানাডার পুলিশ এটার তদন্ত করে। আমাদের দুর্নীতি দমন কমিশনও এ বিষয়ে মামলা করে। ২০১৭ সালে এফবিআই কর্তৃপক্ষ ও কানাডাকে অনুরোধ করেছিলাম তারা যে তথ্য পেয়েছে তা যেন আমাদের দেয়। কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও এফবিআই স্পেশাল এজেন্ট তারা যা পেয়েছে তা আমাদের কাছে দিয়েছে। আমরা বিশেষ অাদালত-৯ এ গিয়ে বৃহস্পতিবার দরখাস্ত দাখিল করেছি। আবেদন করেছি যারা এই তদন্ত করেছেন তারা যাতে এ দেশে এসে তাদের পাঠানো প্রতিবেদনের স্বপক্ষে আদালতে বক্তব্য পেশ করতে পারে।

মাহবুবে অালম বলেন, গ্যাসে পরিপূর্ণ একটা ভার্জিন ফিল্ডকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এভাবে নাইকো আমাদের দেশের ক্ষতিসাধন করেছে। খালেদা জিয়া ও তার সেই সময়কার অনেক সহযোগী আছেন এ মামলার আসামি।