• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দু-একজন অসাধু ব্যক্তির দায় কমিশন নেবে না: সিইসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

চট্টগ্রামে রোহিঙ্গাদের এনআইডি পাওয়ার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কমিশনের দুই একজনের অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো কমিশনকে নিতে হয় যা দুঃখজনক। ওই সব ব্যক্তির দায় কমিশন নেবে না। 

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, কর্মকর্তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। ক্ষমতাও দেয়া হয়েছে। ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমরা যদি নিজেরা শক্তিশালী না হই, তাহলে কী হবে?

কে এম নূরুল হুদা বলেন, স্থানীয় সরকারের কোনো নির্বাচনে বাইরের কাউকে দায়িত্ব দেয়া হয় না। ভবিষ্যতে সব ধরনের নির্বাচনের দায়িত্ব নেয়ার জন্য আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে।

এ সময় তিনি লোভের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্মার্টকার্ড নিয়ে ফ্রান্সের কোম্পানির সমালোচনা করে সিইসি বলেন, ২০১৭ সাল থেকে ফ্রান্সের কোম্পানি বিভিন্ন ধরনের কথা বলে আসেছে। তারা আমাদের ডেটাবেইস ব্যবহার করতে চেয়েছে। কিন্তু আমরা তা দেইনি। কোম্পানিটি ভেবেছিল, তারা না থাকলে হয়তো আমরা স্মার্টকার্ড আর নাগরিকদের দিতে পারব না। কিন্তু গর্বের বিষয় হলো, এটি এখন আমাদের দেশের ছেলেরা তৈরি করছে।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।