• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি শিখিয়েছেন: অর্থ প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের রাজনীতি শিখিয়েছেন। দেশের বড় বড় উন্নয়নগুলো জনগণও তদারকি করতে পারে। প্রতিটি কাজ ঠিকভাবে হচ্ছে কিনা পাহারা দিতে পারে।

শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীর টানেল মুখ সড়কে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, জনগণ কোনো উন্নয়ন প্রকল্পে ফাঁকিবাজি করতে দেবে না। সরকারের অর্থ জনগণেরও অর্থ। তাই নিজেদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। কিছু শ্রেণির মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভেবে সুযোগ নিতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে দলের হাল ধরেছিলেন। তিনি বলেছিলেন তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমিও বলবো তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমার পিতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমিও পালাবো না। আমি ১০ বছর এমপি ছিলাম। সেই সময় আনোয়ারায় রাস্তা করলে বিরোধী দলের লোকেরা রাস্তা কেটে দিতো। নামফলক ভেঙে দিতো। এতে মানুষের অনেক কষ্ট হতো।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, কর্ণফুলী আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম সালেহ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা ফেরদৌস, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।