• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২৪  

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানী ঢাকার চাপ অনেকটাই কমে আসবে। আমাদের এলাকার অসংখ্য লোক ঢাকায় বসবাস করেন। অনেকেই কষ্টে, অমানবিকভাবে বসবাস করেন। শিবচর থেকে ট্রেনের মাধ্যমে ঢাকায় অফিস করার সুযোগ হলে অনেকেই শিবচর ফিরে আসবেন।

শনিবার পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, আমরা চাই আস্তে আস্তে রাজধানীর চাপটা যেন কমে আসে। আমরা চাই, তারা শিবচরে ফিরে আসুক। শুধু তাই নয়, শিবচর থেকে ঢাকায় গিয়ে অফিস করার সুযোগ দিলে, শিবচরের বাইরের লোকজনও শিবচরে এসে বসবাস শুরু করবে।

তিনি বলেন, সারা বাংলাদেশেই যদি রেল পথের ব্যবস্থা হয়, তাহলে ইনশাআল্লাহ ঢাকা শহরের অনেক সমস্যা সমাধান হবে। পৃথিবীর উন্নত সব দেশেই রেল সার্ভিসের মাধ্যমেই মানুষ এ সুযোগ পেয়ে থাকে। ভারত, মালয়শিয়াসহ অনেক দেশেই মানুষ রেলে যাতায়াতের মাধ্যমে অফিস করে। ইনশাআল্লাহ আমাদেরও সেই স্বপ্ন পূরণ হবে।

শনিবার সকালে শিবচর স্টেশন থেকে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্টরা। 

উল্লেখ্য, প্রতিদিন সকাল ৭.১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে শিবচর স্টেশন, পদ্মাস্টেশন, মাওয়া স্টেশন হয়ে রাজধানীতে পৌঁছাবে। সন্ধ্যায় আবার ঢাকা থেকে ছেড়ে আসবে।