• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ওয়াসার পানি সরাসরি পান করার ব্যবস্থা নিতে সুপারিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় ওয়াসার পানি মানুষ যেন সরাসরি পান করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মো. মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহিবুর রহমান মানিক সভায় অংশ নেন।

এ সময় ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহর এবং ওয়াসার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বর্ষা মৌসুমের আগেই রাজধানীর জলাবদ্ধতা নিরসণে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।
পাশাপাশি ঢাকা ওয়াসার অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত সম্পন্ন করতে তাগিদ দেয়া হয়।

এছাড়া ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারী যেন দুর্নীতি অনিয়মের আশ্রয় না নেয় সে ব্যাপারে সতর্ক থাকতে সুপারিশ করে কমিটি।

স্থানীয় সরকার বিভাগের সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।