• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে নতুন সড়ক আইন প্রচারণায় লিফলেট হাতে রাস্তায় এসপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

দিনাজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে চালকদের হাতে লিফলেট বিতরণ করেছেন এসপি সৈয়দ আবু সায়েম।

বুধবার সকালে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে লিফলেট বিতরণ করেন তিনি। এর আগে তার নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

এসপি সৈয়দ আবু সায়েম বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে এখনই মামলা দেয়া হচ্ছে না। চালকদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, আইনের প্রতি শ্রদ্ধা, মোটরযান চালানোর প্রয়োজনীয় কাগজ সম্পর্কে বুঝানো হচ্ছে।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত এসপি মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর তারিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও সদস্যরা।