• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

অস্ত্রসহ মাদক ব্যবসায়ী খরে জামাল আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

লালমনিরহাটের কালীগঞ্জে তিনটি বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তার নাম খরে জামাল।

শনিবার রাতে উপজেলার চন্দ্রপুর বাজারে নিজস্ব দোকান থেকে তাকে আটক করা হয়। জামাল চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, রাতে জামালের দোকানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও একশ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ সময় তাকে আটক করা হয়। জামালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।