• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ইয়াবা সেবনের সময় লালমনিরহাটে কৃষি কর্মকর্তা ধরা পড়লেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

লালমনিরহাটের আদিতমারীতে ইয়াবা সেবনের সময় কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র শীল ও তার বন্ধু মনির নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার হাজীগঞ্জ গ্রামের হাজীগঞ্জ উদীয়মান সুরুজ কলেজ মাঠ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

গ্রেফতার গোবিন্দ চন্দ্র শীল আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকার গোপেন চন্দ্র শীলের ছেলে ও মনির একই গ্রামের আদুল মিয়ার ছেলে।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, হাতীবান্ধা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র শীল ও তার বন্ধু মনিরুল ইসলাম মনিরকে ইয়াবা সেবনের সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে ছয় ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরো জানান, এর আগেও মাদক সেবনের অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল দুইবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। একবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। মনিরের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা চলমান রয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মামলার পর সকালে আদালতে পাঠানো হয়।