• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

হাইকোর্টের রায় স্থগিত সাজাপ্রাপ্তদের নির্বাচনের বিষয়ে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে- হাইকোর্টের একক বেঞ্চের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।

দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচনের অযোগ্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের আদেশ আপিল বিভাগে বহাল থাকার পরও একক বেঞ্চের বিপরীতধর্মী আদেশে আইনি বিতর্কের জন্ম দেয়। কিন্তু আপিল বিভাগে এটি স্থগিত হওয়ায় যাচাই বাছাইয়ের সময় দণ্ডিতদের মনোনয়নপত্র বাতিল করতে আর বাধা থাকলো না নির্বাচন কমিশনের।

এর আগে, শনিবার সকালে একক বেঞ্চের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে দণ্ডিতদের নির্বাচনে সুযোগ দেয়ার আদেশ স্থগিত করেন আদালত। একই সঙ্গে আজ রোববার শুনানির দিন ধার্য করেন।