• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

দিনাজপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

দিনাজপুরে জমি সংক্রান্ত মামলার জেরে আব্দুল বারী হত্যা মামলার রায়ে ১৯ জন আসামির মধ্যে ২ জনের ফাঁসি এবং অপর ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আনোয়ারুল হক এই আদেশ দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হল, জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়: ২০০৪ সালের ২৯ অক্টোবর বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ একটি জমি নিয়ে সংঘর্ষ হয়। এ সময় জাহাঙ্গীর ও শরিফুলসহ ১৯ জন আব্দুল বারীসহ তিনজনকে গুরুতর আহত করে।

ঘটনার একদিন পরে (৩০ অক্টোবর ২০০৪) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বারী মারা যান। পরে ২০০৪ সালের ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেন।