• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

রংপুর বিভাগের ৭টি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৭টি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি। তবে সার্বিকভাবে পাসের হার বৃদ্ধির পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

এ বছর রংপুরের জেলাগুলোতে পাসের হার ৭১ দশমিক ৭৮। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন পরীক্ষার্থী। শতভাগ উত্তীর্ণ হয়েছে ২০টি কলেজ। তবে সাতটি কলেজের কেউই পাস করেনি।

পরীক্ষার ফল ঘোষণার মূল্যায়নে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাতটি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি। কলেজ সাতটি হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজউদ্দীন কলেজ, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিংগর ডাবরিরহাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ ও আদিতমারী উপজেলার নামুরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারীতলা আদর্শ কলেজ এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম.এম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ। সাতটি কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ২৮ জন।