• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

হাবিপ্রবিতে ডিভিএম শিক্ষার্থীদের মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২৩  

 
নানা দাবি আদায়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির শিক্ষার্থীরা।

রোববার (১১ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিগত ৩০ মে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী বিধিমালা) এ বিভিন্ন পদে ডক্টর অব ভেটেনারি মেডিসিন ডিগ্রিকে বাদ দিয়ে নন-ক্যাডার বিধিমালা প্রণয়ন করা হয়েছে। যা স্পষ্টভাবে বৈষম্য। কারণ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিশ্বব্যাপী স্বীকৃত এবং গ্রহণযোগ্য ডিগ্রি যেখানে পশুপালন ও পশু চিকিৎসা বিষয়ে বিস্তারিত পড়াশোনা করানো হয়। 

শিক্ষার্থীরা আরো জানান, এমন বৈষম্য যদি দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেবেন তারা।