• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালী, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। প্রভোস্টগণ স্ব-স্ব হলেও জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর হতে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র ও ব্যবসায় প্রশাসন অনুষদ হয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়।

 

1.ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

আনন্দ শোভাযাত্রায় নিজ-নিজ বিভাগ ও দপ্তরের ব্যানার, ক্যাপ, প্লাকার্ড ও ফেস্টুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

2.ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

আনন্দ শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।