• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সবকিছু ঠিক আছে বলে ভান করা বন্ধ করুন: আলিয়া ভাট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কাণ্ড নিয়ে দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বলিউডের সবাই পাশে দাড়িঁয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো আলিয়া ভাটের নাম। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া লিখেন, যখন শিক্ষার্থীরা, শিক্ষক এবং সাধারণ লোকেরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, তখন সবকিছু ঠিক আছে বলে ভান করা বন্ধ করুন। আমাদের অবশ্যই সত্যকে চোখের সামনে আনতে হবে এবং স্বীকার করতে হবে আমাদের ঘরেই এখন যুদ্ধ চলছে।
 
তিনি সবাইকে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছিলেন। এছাড়া সহিংসতা প্রচারকারী যেকোনো আদর্শের কঠোর বিরোধিতা করার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

রোববার রাতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশ পরে হামলার ঘটনায় উত্তাল ভারত। ওই হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ৩০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক আহত হয়েছেন। ওই ঘটনার পর থেকে বলিউডের একাংশ সরব রয়েছে।