• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

তৈমুরকে নিয়ে ‘হট্টগোল’ বলিউডে, কেন জানেন?

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

তৈমুর আলি খানের ব্যাপারে পাপারাৎজিদের আগ্রহের শেষ নেই। সে যাই করে, তার ফোটো তুলতে ব্যস্ত থাকেন ফোটোগ্রাফাররা। কিন্তু সাইফ ও কারিনার এই সেলিব্রিটি-ছেলেকে নিয়ে যে পুতুল তৈরি হবে, তা কে জানত!

কেরলের একটি খেলনার দোকানে তৈমুরের আদলে তৈরি পুতুলের সন্ধান পাওয়া গেছে। প্রযোজক অশ্বিনী ইয়ার্দি সেই তৈমুর-পুতুলের ছবি টুইটারে পোস্ট করেছেন। সেই ছবি দেখে চমকে গেছেন অনেকেই। কারণ আসল তৈমুরের সঙ্গে পুতুল-তৈমুরের যা মিল তা দেখে অবাক হওয়ারই কথা।

এই পুতুলকে সাদা কুর্তা ও নীল পাজামা পরানো হয়েছে। তার গায়ে রয়েছে নীল রঙের জ্যাকেট। প্যাকেটের উপর লেখাও রয়েছে ‘তৈমুর’।

তবে তৈমুরের জনপ্রিয়তা থেকে পুতুল তৈরি হওয়া নিয়ে কী বলছেন সাইফ আলি খান? হতে পারে ওর নামের ট্রেডমার্ক নেওয়া উচিত আমার। তারা (পুতুল নির্মাতা) আমাকে একটা পুতুল অন্তত পাঠাতে পারে। আর ঠিক এভাবেই ভারতীয় গণমাধ্যকে বলেছেন সাইফ।

তিনি আরো বলেন, আমি খুশি যে লোকে তার থেকে লাভবান হচ্ছে। আমি শুধু বিধাতার কাছে প্রার্থনা করি ও যেন নিরাপদে থাকে ও খুশি থাকে।

২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুরের জন্ম থেকেই সাইফ ও কারিনার ছেলে লাইমলাইটে রয়েছে। অনেক বলিউড স্টারের থেকেও তৈমুরের ছবি অনেক দামি।

তবে পাপারাৎজিদের নিয়ে সাইফ যে খুব চিন্তিত তা নয়। ‘কফি উইথ কর্ণ’-এর ষষ্ঠ সিরিজে তিনি স্বীকার করে নিয়েছেন পাপারাৎজি সংস্কৃতি ভয়ঙ্কর। তবে এখানে ফোটোগ্রাফাররা সেলেব্রিটিদের সম্মান করেন। দূরত্ব বজায় রাখেন ছবি তোলার সময়ে।