• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ হলো `দহন`র ট্রেলার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ৩০ নভেম্বর। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স চত্বরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে বাহারি আলোর সাজসজ্জায় সাজানো ছিল পুরো বিএফডিসি। আর এই অনুষ্ঠানে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার।

এ সময় তারকা অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন- তারিক আনাম খান, ওমর সানি, অমিত হাসান, বাপ্পারাজ, নাদের চৌধুরী, আমান রেজা, অমৃতা, শিমুল খান, কমল পাটেকর, সিয়াম, পূজা চেরি প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন পূজা চেরি ও সিয়াম আহমেদ। এ দু’জন ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরেণ্য অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক)। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি।

সিনেমাটির নায়িক পূজা চেরি বলেন, দহনের ক্যারেক্টারটা বেশ জটিল ছিল। গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করেছি। এ জন্য বেশ কয়েক দিন গার্মেন্টসকর্মী হিসেবে কাজও করেছি। সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি ৩০ তারিখের পর সবাই কাছের পেক্ষাগৃহে যাবেন। এইটুকু বলতে পারি সবাই মুগ্ধতা নিয়েই হল থেকে বের হবেন।

সিনেমার নায়ক সিয়াম বলেন, দহন নিয়ে অনেক কিছু বলার আছে। এটা আমার তৃতীয় ছবি। টাকা কামানোর জন্য অভিনয় করি নাই। থাইল্যান্ডে গিয়েও নাচানাচি করিনি। আপনাদের চারপাশের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। দেশের গল্প তুলে ধরা হয়েছে। এটা আপনাদের গল্প। সবাই ছবিটি হলে গিয়ে দেখবেন। গালি দিলেও আপনারা দিবেন, তালি দিলেও আপনারা দিবেন।

চলচ্চিত্রের সবার উদ্দেশ্যে বলেন, আমরা এই পরিবারের সব চেয়ে ছোট সদস্য। ছোট হিসেবে সবার কাছে রিকোয়েস্ট করতে চাই আসুননা আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে বাস করি। আমার মনে হয় আমাদের বাহিরের ছবি ধার করে আনতে হবে না। এতো গুনী অভিনেতা এখানে রয়েছে একসঙ্গে কাজ করলে আমাদের চলচ্চিত্রের চেহারাই পাল্টে যাবে।

এ সময় জাজের কর্নধার আব্দুল আজিজ বলেন, আমি নিজে 'দহন' সিনেমাটি দু'বার দেখেছি। ছবিটি দেখার পর সারারাত ঘুমাতে পারিনি। গ্রামের দুটি ছেলে মেয়ের প্রেমের ভিতরে একটা ফিকশন আছে। এতটুকু বলতে পারি 'পোড়ামন টু' দেখে যারা টিস্যু খরচ করেছেন তারা এবার ছোট খাটো টাওয়াল নিয়ে যাবেন। কারণ 'পোড়ামন টু' দেখে কেঁদে মন খারাপ করে হল থেকে বের হয়েছেন এবার কাঁদবেন আর থম ধরে বসে থাকবেন।

ট্রেলার প্রকাশের পর হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্ঠশিল্পী ইমরান, নদী,বেলাল খান ছাড়াও গান পরিবেশন করেন সিনেমাটির নায়ক সিয়াম নিজেও। সবশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

'দহন' সিনেমাটিতে সিয়াম, পূজা চেরি জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। এর চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।