• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

সাগরে ডুবে যাচ্ছিল ১৮ জেলে, ৯৯৯-এ কল করে রক্ষা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

 
কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরের উপকূলে পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন ১৮ জন জেলে। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল পেয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত জেলেরা লক্ষীপুরের কমলনগরের বাসিন্দা।

রোববার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পরিদর্শক) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার দুপুরে মো. জাকির হোসেন নামে একজন ফোন দিয়ে বলেন, আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার নৌকা ডুবে যাচ্ছে। আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, দয়া করে আমাদের উদ্ধারে ব্যবস্থা নেন। ৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্ট গার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।

এর আগে, ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল ফিশিং ট্রলারটি।