• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

৩২ কিলোমিটার দূরে বসে সফল হার্ট অপারেশন!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

পৃথিবীর ডাক্তারি শাস্ত্রের ইতিহাসে নয়া নজির তৈরি করলেন ভারতের গুজরাট রাজ্যের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল। হাসপাতাল থেকে ৩২ কিলোমিটার দূরে বসে কম্পিউটারের মাধ্যমে রোবট চালিয়ে সফল হার্ট অপারেশন করেছেন তিনি। খবর- আনন্দবাজারের

বুধবার আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে এ অভূতপূর্ব ঘটনা ঘটে।

জানা গেছে, ওই হাসপাতালে মধ্যবয়স্কা অপারেশনের জন্য ভর্তি হন। তার ধমনীতে ৯০ শতাংশ ব্লক থাকার কারণে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আর চিকিৎসক তেজাস প্যাটেল সেই অপারেশন করেন হাসপাতাল থেকে ৩২ কিলোমিটার দূরে গাঁধীনগরের অক্ষরধাম মন্দির থেকে। কম্পিউটারের সাহায্যে রোবট চালিয়ে তিনি ওই অপারেশন করেন।

ডাক্তারি পরিভাষায় এ ঘটনাকে বলা হয় টেলি রোবটিক সার্জারি। অত্যাধুনিক রোবটিকসের মাধ্যমেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পৃথিবীতে এই প্রথম অপারেশন থিয়েটারের বাইরে থেকে রোগীর সফল অস্ত্রোপচার করলেন কোনো চিকিৎসক।

এই সাফল্যে তেজাস প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।