• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির বেশ কিছু বাড়িঘর ও স্থাপনা।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের দাভাও শহরের ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৮ ছিলো বলে মার্কিন ভূতাত্ত্বিক জরীপ ‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে।

দাভাও দেল সুর প্রদেশের মাতানাও শহরের মেয়র ভিনসেন্ট ফার্নান্দেজ জানান, ভূমিকম্পে নিহত তিনজনের মধ্যে একটি শিশুও রয়েছে। নিজ বাড়ির দেয়ালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সব এখনো জানা যায়নি। তবে বেশ কিছু বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

কাছাকাছি একটি শহরের এক সরকারি তথ্য কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে সরকারি অফিসসহ রাস্তাঘাট এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতেরতে শহরটিতে ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুতেরতের মুখপাত্র।

এর আগে এই অঞ্চলে গত অক্টোবরে চারটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেগুলোতে অন্তত ২০ জন নিহত হয়।

সূত্র : সিএনএন