• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মোদি সরকার ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাবে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মোদি সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাবে। 

ভারত সরকার জানিয়েছে, এসসিও’র ৮টি দেশ ও ৪ পর্যবেক্ষককে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।


বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, ভারত এ বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনটির আয়োজন করবে। সম্মেলনে আটটি দেশ ও চারটি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে। এতে অন্যান্য আন্তর্জাতিক সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

এসসিইও হলো চিনের নেতৃত্বে আট সদস্যের এক অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এতে অন্তর্ভুক্ত হয়। ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করে চিন, কিরগিজ প্রজাতন্ত্রস্থ কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।