• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডে ৪.১ মাত্রার ভূমিকম্প

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

নিউজিল্যান্ডে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ৬ টা ৩৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরিতে অক্সফোর্ড থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বার্নহামের ক্রাইস্টচার্চে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
 
ভূমিকম্পটি আঘাত হানার সময় সেখানকার বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলো। ঘরের আসবাবপত্রে কম্পন সৃষ্টি হওয়ায় ঘুম ভেঙ্গে যায় শহরের বাসিন্দাদের। তখন অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে নিউজিল্যান্ডে সাউথ আইল্যান্ডে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দুই জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তবে তখন ঘরবাড়ি ও রাস্তাঘাটে ক্ষতির পরিমাণ বেশি ছিল।