• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আফগানিস্তানে বোমা হামলার রেকর্ড যুক্তরাষ্ট্রের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

গত ১০ বছরের মধ্যে ২০১৯ সালে আফগানিস্তানে সবচেয়ে বেশি বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এক দশকের মধ্যে সর্বাধিক বোমা ফেলার রেকর্ড এটি। মার্কিন বিমানবাহিনীর সরবরাহ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ২০১৯ সালে তারা আফগানিস্তানে সাত হাজার ৪২৩টি বোমা ফেলেছে। ২০১৮ সালে যার সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতাকালে ২০০৯ সালে আফগানিস্তানে চার হাজার ১৪৭টি বোমা ফেলা হয়েছিল। যা ছিল গত দশকের মধ্যে সর্বোচ্চ বোমা ফেলার রেকর্ড।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে বিমান হামলা আগের তুলনায় আরো বেশি জোরদার করে। এর আগে বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে বিমান হামলার ওপরে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হতো। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর বিমান হামলার ওপর থেকে সব ধরণের সীমাবদ্ধতা তুলে নেয়া হয়। 

আফগানিস্তানে বোমা বর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ ও বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। মার্কিন বোমা বর্ষণের কারণে আফগানিস্তানে বেসামরিক হতাহতের ঘটনা বেড়েছে বলেও জানিয়েছে তারা।