• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু আজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ। মোট আট ধাপে বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। আজ শনিবার প্রথম ধাপে ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। এই ৩০ আসনের মধ্যে যারা এগিয়ে থাকবে তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে।

২০১৬ সালের নির্বাচনে এই ৩০ আসনের মধ্যে তৃণমূল ২৭, জাতীয় কংগ্রেস ২ এবং সিপিএমের শরিক দল আরএসপি একটি আসন পেয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুর্দান্ত সাফল্য পায়। পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে তাদের দখলে আসে ১৮টি। বিধানসভাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, তৃণমূল ১৬৪ এবং বিজেপি ১২১ আসনে এগিয়ে রয়েছে।

আজ যে ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে সেগুলোর মধ্যে বিজেপি ২০ এবং তৃণমূল ১০ আসনে এগিয়ে রয়েছে। সে অর্থে এই আসনগুলোকে বিজেপির ঘাঁটি বলা যেতে পারে। এই ঘাঁটিতে ধাক্কা দিতে পারলে মমতার তৃণমূল পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখলের দিকে এক ধাপ এগিয়ে যাবে। না হলে বিজেপি বাকি ৭ ধাপের ভোটগ্রহণের জন্য সুবিধাজনক জায়গায় থেকে লড়াই চালাবে।