• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সুয়েজ খাল থেকে সরেছে দৈত্যাকার জাহাজ, নৌ চলাচল স্বাভাবিক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া প্রায় ২০ হাজার কনটেইনারবাহী এভার গিভেন নামে বিশাল জাহাজ সরানো হয়েছে। এতে খালটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। 
মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জানায়, জাহাজটি মুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ে কনটেইনারবাহী জাহাজটি।

এভার গিভেন জাহাজ ছয় দিন আগে আটকে যায়। এতদিন জাহাজটি সরানো সম্ভব হয়নি। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে ৩০০ এর বেশি জাহাজের জট তৈরি হয়।

বিবিসি জানায়, শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রোববার সরানো সম্ভব হয়েছে।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, সুয়েজ খাল আটকে কয়েক দিন ধরে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় এর প্রভাব পড়েছে ইউরোপের বাজারে। এর ক্ষতি সামলে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে।