• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে পাঁচ বছরের কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২১  

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ দুই হাজার ১১০ জন এবং মারা গেছে তিন হাজার ৫২২ জন।

ভারতে করোনায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া সাময়িকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।

এমনকি ভারত থেকে অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে ফিরে গেলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে জরিমানাও গুসতে হতে পারে তাদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। করোনার ভয়ে ভারত থেকে যারা দেশে ফিরে যেতে চান, তাদের জন্য কঠোর এই সিদ্ধান্ত অবিবেচক বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষকরা।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত মোতাবেক, ভারতে যারা গত ১৪ দিনের মধ্যে গেছেন, তারাও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না। আইন অমান্য করলে জেল, জরিমানা হতে পারে।

যদিও সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের ১৫ মে পর্যালোচনা করা হবে।