– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

রাশিয়ার চন্দ্রযান পড়ে চাঁদের মাটিতে সৃষ্টি হয়েছে গর্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

চাঁদকে ঘিরে পরিক্রম করা নাসার লুনার অরবিটার (এলআরও) সম্প্রতি উপগ্রহটির দক্ষিণ মেরুর একটি ছবি তুলেছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। এর আগে নাসার ওই অরবিটার চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গারই ছবি তুলেছিল ২০২২ সালের জুন মাসে। তখন ওই জায়গায় কোনও গর্ত বা গহ্বর দেখা যায়নি। যা দেখে মনে করা হচ্ছে, লুনা চাঁদের মাটিতে ভেঙে পড়ার ফলেই ওই গর্ত তৈরি হয়েছে।

গত ২০ অগস্ট চাঁদের মাটিতে ভেঙে পড়ে রুশ মহাকাশযান লুনা-২৫। চাঁদের দিকে উর্ধ্বশ্বাসে ছুটছিল রাশিয়ার লুনা-২৫।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছিল, ১০ দিনের মধ্যেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে রাশিয়ার চন্দ্রযান। কিন্তু ২০ আগস্ট দুপুরে দেখা যায় হিসাবের ভুলে কক্ষপথচ্যুত হয়ে চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার লুনা-২৫।