• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

রমজানের চাঁদ দেখা যায়নি যেসব দেশে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। সেই হিসেবে রোববার রাতেই (১০ মার্চ) তারাবিহ নামাজ পড়া হবে। সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা শুরু করছেন দেশটির মুসলিমরা।

সৌদি আরব ছাড়াও বিশ্বের অনেক দেশ রোববার চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছিল। তবে কিছু দেশ থেকে চাঁদ দেখা যায়নি। এরমধ্যে অন্যতম হলো— ওমান, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্স। দেশগুলো জানিয়েছে, তাদের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। 

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন। 

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।