• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নীলফামারীতে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ সোমবার(২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র আয়োজিত কর্মসূচির সমাবেশে সংগঠনটির আহবায়ক মোছা. ফরিদা খানমের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নূরজাহান বেগম, উন্নয়ন সংস্থা ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী শাহনাজ বেগম, নারী-পুরুষ সমতা প্রকল্পের কর্মকর্তা সালমা আক্তার, নারী যোগাযোগ কেন্দ্রের সদস্য রুনা পারভিন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহানারা রহমান ডেইজী, শিক্ষার্থী প্রিয়াংকা রায়, শিউলী আক্তার প্রমুখ।

আয়োজকরা জানান, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ সময়ে নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্রচারণা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে নারী যোগাযোগ কেন্দ্র, দূর্বার নেটওয়ার্কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।