• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। বিজয় দিবসের দিন আজ সোমবার(১৬ ডিসেম্বর) বাদ যোহর সার্কিট হাউস চত্বরে ওই সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়।  

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা ইউএনও এলিনা আক্তার, সাবেক ডিপুটি কমান্ডার শওকত আলী টুলটুল,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল ইসলাম সহ এলাকার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ । এ ছাড়া জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে উপজেলা প্রশাসনের পক্ষেও স্ব-স্ব উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়।