• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধা মৎস্যজীবী সমবায় সমিতি ডিমলায় বেকারত্ব দুরীকরণ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

আলহাজ্ব আশরাফ আলী নদী ভাঙ্গা ও কর্মহীন বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে কাজের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের আলো দেখানোর মাধ্যমে বেকারত্ব ও অভাব দূর করতে চান। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আশরাফ আলীর ব্যক্তিগত উদ্দ্যোগে নিজ গ্রামে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিস্তা ক্যানেলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাসমান খাঁচায় মাছ চাষ করে দেশে ব্যাপী সাড়া জাগিয়েছেন। এরই মধ্যে ওই এলাকায় কোয়েল পাখী, মুরগীর খামার ও টারকী পালন করে বেকারত্ব দুরীকরনের অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি। তার সাথে কথা হলে তিনি বলেন, গ্রাম কেন্দ্রীক কর্মসংস্থান বাস্তবায়নে কৃষিভিক্তিক প্রযুক্তির ব্যবহার করে হাঁস, মুরগী, কোয়েল, পাখী, টার্কী, মৎস্য চাষ এবং পশু পালনের কাজ শুরু করা হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের সমন্বয়ে দুই শত পরিবারের দুই শতজন সদস্যকে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করে ভিশন-২১ বাস্তবায়নে একটি মডেল প্রকল্পের সহায়তার জন্য আবেদন করেন।