• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সরকারী নির্দেশ অমান্য করায় ডোমারে ব্যবসায়ীর জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

নীলফামারী প্রতিনিধি ৩ এপ্রিল\ করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারের দোকানপাট সার্বক্ষনিক বন্ধ রাখার সরকারি নির্দেশকে অমান্য করায় নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাংগা হাটের ব্যবসায়ী নুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনোয়ার হোসেন এই অর্থদন্ড আদায় করেন। 

ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জানান ওই হাটের ব্যবসায়ী নুর আলমকে বার বার অনুরোধ করা সত্তেও প্রতিদিন তিনি ওই হাটে বেশী বেশী লোক সমাগম করে জনসমাবেশ করে আসছিলেন। সরকারি নির্দেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ সালের ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করা হয়।