• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে কর্মহীনদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

কর্মহীন দরিদ্র শ্রমজীবীদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) চালু করেছে সরকার।

কর্মসুচির অংশ হিসাবে আজ রবিবার(১৮ অক্টোবর/২০২০) নীলফামারীতে ২০২০-২০২১ অর্থবছরের প্রথম পর্য়ায়ের কাজ শুরু করা হয়েছে। বেলা ১১ টায় জেলা সদরের লক্ষীচাপ ইউনিয়ন পরিষদে কাজের সুচনা করা হয়।

চলতি অর্থবছরে ৪০ দিনের এই কর্মসূচীতে ছয়টি প্রকল্পে সদর উপজেলার ১৮৩ জন নারী ও পুরুষ কাজ করবেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্য়ন্ত এ কাজের জন্য প্রতি জন সুবিধাভোগীকে প্রতিদিন দুইশত করে টাকা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী উক্ত ইউনিয়নের ট্যাগ অফিসার আবু তাহের, ইউপি সচিব রাজু , ইউপি সদস্যগন ও সুবিধাভোগী সদস্যরা। 

সুবিধাভোগীরা এসময় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা বলেন, বর্তমান সরকার শ্রমজীবীদের সরকার। শ্রমিকদের জন্য আওয়ামীলীগ সরকারের অবদান কোনদিন কেউ ভুলতে পারবে না।