• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

নীলফামারীকে উন্নত হিসেবে গড়তে চাই: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশের সবক্ষেত্রে সমানভাবে উন্নয়ন হয়েছে। যার সুফল আমরা ভোগ করছি। গেল দশ বছর যে গতিতে দেশের উন্নয়ন হয়েছে তার কার্যকারিতা ধরে রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। নীলফামারীতে শনিবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা নীলফামারীকে অধিক উন্নত করে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সুনজর রয়েছে নেত্রীর। নীলফামারীর চিত্র বদলে গেছে, আগামীতে ক্ষমতায় আসলে অসম্পন্ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে।

চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, চেম্বারের পরিচালক সামসুল হক, হামিদুল ইসলাম, শাহজাহান আলী চৌধুরী, জেলা বিএফএ’র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) নীলফামারীর সভাপতি মোস্তাফিজুর রহমান।