• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ’ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

নীলফামারীতে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(২৩ ডিসেম্বর/২০২০) সকাল ১০টায় জেলা শহরের  ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বজলার রহমান, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা লাকি বক্তব্য দেন এতে। 

ডেমক্রেসিওয়াচ এর কর্মসুচী সমন্বয়কারী ফিরোজ নুরুন নবীর সঞ্চালনায় খোকশাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য শিউলি আকতার বক্তব্য দেন সংলাপে। 

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সকল রাজনৈতিক দলে শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করণ বিষয়ক মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেসমিন আকতার। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাবেয়া আলীম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অগ্রনী ভুমিকা রেখেছেন যা অন্য কারো নেই।

শুধু রাজনৈতিক নয় সামাজিক, রাষ্ট্রীয়, সরকার, প্রশাসন ও চাকুরীতে নারীদের যোগ্যতার রুপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যার ফলে নারীদের সব জায়গায় বিচরণ আমরা দেখতে পাই। জেলা সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্বকারী নারীরা এতে অংশগ্রহণ করেন।