• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

নীলফামারীর সৈয়দপুরে বহুতল পাকা বাড়ি নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নয়াটোলা এলাকায় প্রাণিসম্পদ অফিস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নয়াটোলা এলাকায় আবু মুসার একটি তিনতলা বাড়ি নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার জাকিরসহ কয়েকজন ওই নির্মাণাধীন বাড়ির নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এ সময় রড বাঁধার প্রাক্কালে নির্মাণাধীন বাড়ির পাশে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন জাকির। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত জাকির হোসেন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গারপাড়া মৃত ওয়াহেদ আলীর ছেলে।

সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।