• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

স্কুল ছাত্রীর আত্মহত্যায় ট্রাকের হেলপারের বিরুদ্ধে মামলা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

ট্রাকের হেলপার কর্তৃক উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় সুমী রানী রায় নামের এক নবম শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভুজারীপাড়া গ্রামের এই ঘটনায় পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে রবিবার (৩ মার্চ) দুপুরে জেলার মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করেছে। এ ঘটনায় একই গ্রামের দ্বিজেন্দ্র নাথ রায়ের ছেলে ট্রাকের হেলপার দুই সন্তানের জনক সূর্য্য রায়ের(৩৫) বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে ওই ছাত্রীর মা ময়না রানী।

অভিযোগ মতে বেশ কিছুদিন ধরে সূর্য্য রায় একই গ্রামের হরেন চন্দ্র রায়ের মেয়ে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সুমীকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে গ্রামে বিচারও হয়। ঘটনার দিন শনিবার বিকালে স্কুল থেকে ফিরে এসে সুমী নিজবাড়ির গোসলখানায় গোসল করছিল। সে সময় মেয়েটির মা ও বাবা এবং ভাই ফসলের ক্ষেতে কাজ করছিল। বাড়িতে সুমী একা থাকায় ট্রাকের হেলপার সুর্য্য রায়  এই সুযোগে গিয়ে সুমীকে ধর্ষনের চেষ্টায় শ্লীলতাহানী ঘটাতে থাকে। এ সময় সুমীর ভাই বকুল চন্দ্র বাড়ি ফিরে এলে বোনের চিৎকার শুনতে পায়। সে গোসলখানায় ছুটে গেলে পালিয়ে যায় সুর্য্য। বকুল তাকে আটকের জন্য তার পিছু নেয়। কিন্তু তাকে ধরতে ব্যর্থ হয়।  এরই ফাঁকে সুমী নিজ শোয়ার ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। 

সৈয়দপুর থানার সিনিয়র এসআই আরমান আলী জানান ঘটনার দিন রাত ১১টায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুর্য্য চন্দ্র রায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেস্টা চলছে।