• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বেপরোয়া গতির বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

 
নীলফামারীর ডোমার মহাসড়কে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একঘণ্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়।

রাসেল সোনারায় ইউপির বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। এক মাস আগে তিনি বিয়ে করেছেন।

জানা গেছে, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী ডেইলি বাংলাদেশকে বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের দুই যাত্রী আহত হয়। ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিলেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।