• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বাঁচলো না দুই মাথা নিয়ে জন্মানো সেই শিশু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

নীলফামারীর ডোমার উপজেলার পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেয়া দুই মাথাওয়ালা ছেলে নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে, বুধবার রাতে স্থানীয় ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে শিশুটি জন্ম নেয়। 

শিশুটির পরিবার জানায়, সকাল ১০টার দিকে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, সিজারের পর উন্নতমানের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে রেফার্ড করেন চিকিৎসক। প্রথমে সুস্থ থাকলে পরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। 

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েনটুইংয়ে কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। ‘মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয় বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।