• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩  

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে বিপ্লব দাস (৭) ও সুন্নতী আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

বিপ্লব দাস নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম জেলেপাড়া এলাকায় দিলিপ দাসের ছেলে ও সুন্নতী আক্তার কিশোরগঞ্জ উপজেলার পুষনা মাস্টার পাড়া এলাকার শাহিনুর রহমান দোয়েলের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় শিশু বিপ্লব। পরে অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় চারদিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। একপর্যায়ে পুকুরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এদিকে পরিবারের সবার অজান্তে বাড়ির পেছনে যায় সুন্নতী আক্তার। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।