• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

 
নীলফামারীর ডোমারে মতিউর রহমান(১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতিউর রহমান সোনারায় টংবান্ধা এলাকার ইসমাইল হোসেনর ছেলে। রবিবার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকার নিহত মতিউরের নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মতিউরের বাবা ও মা নরসিংদীতে কাজ করেন। মতিউর তার ভাই ও বোনরা টংবান্ধায় থাকেন। রাতে সে খাবার খেয়ে তার নিজের ঘড়ে গিয়ে শুয়ে পড়ে। রাতদিন বৃষ্টি হওয়ায় বাড়ীর সকলেই দেরী করে ঘুম থেকে উঠে। তার বড়বোন মর্জিনা আক্তার নাস্তা তৈরি করে তাকে ডাকতে গেলে ঘড় থেকে কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তার বোন উকি মেরে দেখে তার ছোট ভাই ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য জেলার মর্গে মরদেহ প্রেরন করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।