• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

`কে এমপি হবে সেটা দেখার দরকার নেই, দরকার শুধু নৌকার ভোট`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

 
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওয়াতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলার বিজয় চত্ত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাভোগী নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচ এম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় প্রমুখ। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডিমলা সদর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে বয়স্ক ভাতা বিধবা ভাতা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিডব্লিউবি ভাতা, খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবি ও ইজিপিপি ভাতাসহ ইউনিয়নে মোট ১০ হাজার ৪০০ জন ভাতা ও সুবিধাভোগী রয়েছেন। যারা বাকি জীবন সরকারি সুবিধা ভোগ করবেন। 

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন। সবার ঘরে ঘরে বিদ্যুৎসহ বিভিন্ন কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা চাই এবারের প্রধানমন্ত্রী চেয়ারে বসুক। প্রধানমন্ত্রী যাকে মনোনীত করবেন তার হয়েই আমরা কাজ করবো। আমরা চাই নৌকার ভোট, আমরা চাই শেখ হাসিনার সরকার। কে এমপি হবে সেটা দেখার দরকার নেই, আমাদের দরকার শুধু নৌকার ভোট। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নির্বাচনকে ভয় পাই নাই। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শত্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছি।