• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় "মাদককে না বলুন" প্রীতি ফুটবল ম্যাচ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ব্যারিস্টার সুমন একাডেমি বনাম ড. জোবায়ের আলম ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৪টায় জলঢাকা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় ইংরেজি পত্রিকা দৈনিক "দি বাংলাদেশ টুডে'র" আয়োজনে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব পঙ্কজ ঘোষ,জেলা প্রশাসক নীলফামারী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ গোলাম সবুর জেলা পুলিশ সুপার নীলফামারী।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন- জলঢাকার কৃতি সন্তান জনাব ড. জোবায়ের আলম,প্রকাশক ও সম্পাদক দি বাংলাদেশ টুডে ।

এছাড়াও উপস্থিত ছিলেন-
মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর, চেয়ারম্যান জলঢাকা উপজেলা।
আধ্যাপক (অবঃ) গোলাম মোস্তফা সভাপতি জলঢাকা উপজেলা আওয়ামী লীগ।
মোঃ ইলিয়াস হোসেন বাবুল,মেয়র, জলঢাকা পৌরসভা।

এতে সভাপতিত্ব করেন-মোঃ ময়নুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা জলঢাকা এবং সঞ্চালনা করেন-মোঃ শহীদ হোসেন রুবেল,সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থা।

উল্লেখ্য, "মাদক কে না বলুন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।